ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকী ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মুরাদ আহমেদ মৃধার মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। সোমবার রাতে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি নাসিমা আখতার। 

তিনি বলেন, গত ২৫ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃধা হাসপাতালে ভর্তি ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে গ্রামের বাড়ি নিয়ে গেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

জানা যায়, মৃধা গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল এলাকায়। তার বাবা আব্দুস সাত্তার মৃধা