ফোডেনের হ্যাটট্রিকে উড়ছে ম্যানসিটি

ফোডেনের হ্যাটট্রিকে উড়ছে ম্যানসিটি

সংগৃহীত

চলতি মৌসুমে ফিল ফোডেন কতটা দুর্দান্ত ছিলেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলার দেওয়া বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে। গার্দিওলা বলেন, ‘সে (ফোডেন) ইতিমধ্যে ২৫০ ম্যাচ খেলে ফেলেছে। চলতি মৌসুমে গোলের সঙ্গে তার দারুণ সখ্যতা ছিল। সে অবিশ্বাস্যভাবে খেলছে।’

পেপ গার্দিওলার বক্তব্যের আগেই মাঠে নিজের দক্ষতা দেখিয়েছেন ফোডেন। দলকে একাই জয় এনে দিয়েছেন তিনি। ইংলিশ এই মিডফিল্ডারের হ্যাটট্রিকে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে পয়েন্ট টেবিলেও এক ধাপ সামনে এগিয়ে গেছে ম্যানসিটি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। গত রোববার রাতে শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিল আর্সেনাল। একদিন পরই আর্সেনালকে তিনে নামিয়ে নিজেদের জায়গা পূনরায় দখলে নিয়েছে সিটি।

টেবিলের শীর্ষে আছে লিভারপুল। অলরেডদের পয়েন্ট ৫১। অপরদিকে ম্যানসিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৪৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলে এক ধাপ উপরে সিটি।