সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সংগৃহীত

সুনামগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইজারাদার কর্তৃক বাল্কহেড শ্রমিকদের নির্যাতন, মারধর ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জামালগঞ্জের ঘঘটিয়া এলাকায় সুরমা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালগঞ্জের নৌপথে বিআইডব্লিউটিএ এর নাম ভাঙিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে নদী চলাচলকারী বালু-পাথর বোঝাই নৌযানে চাঁদাবাজি করে আসছে। কোন প্রকার রশিদ ছাড়া শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে তারা। টাকা না দিলে শ্রমিকদের নির্যাতন করে চাঁদাবাজ চক্র।  বিষয়টি প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ নৌযান শ্রমিকদের। 

এসময় বক্তব্য রাখেন দূর্লভপুর বালু পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি  সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি  হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক ইসলাম, আওয়ামী লীগ নেতা কবির আলম  প্রমুখ।