১২তম দিনে মেলায় নতুন ১১৫ বই
ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলার ১২তম দিনে ১১৫টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৬টি কবিতার বই প্রকাশিত হয়েছে। এছাড়াও ১৪টি গল্প ও আটটি উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি সূত্রে এই তথ্য জানা গেছে। এদিন বেলা ৩টা থেকে বইমেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।
৪৫টি কবিতার বই ছাড়াও এদিন প্রকাশিত অন্য বইগুলোর মধ্যে রয়েছে- ১৪টি গল্প, আটটি উপন্যাস, ১০টি প্রবন্ধ, ছয়টি গবেষণা, একটি ছড়া, চারটি শিশুসাহিত্য, ও চারটি জীবনী। এছাড়াও নাটক একটি, ভ্রমণ চারটি, দুইটি ইতিহাস, একটি রাজনীতি, চিকিৎসা বিষয়ক দুটি বই প্রকাশিত হয়েছে। ১২তম দিবে ধর্মীয় দুটি, অনুবাদ ১৪টি, সায়েন্স ফিকশন একটি এবং অন্যান্য বিষয়ে ছয়টি বই প্রকাশিত হয়েছে।
এদিকে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি: হেনা দাস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশগ্রহণ করেন ঝর্না রহমান এবং ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।