এবার কানাডায় আশ্রয় চেয়েছেন এসকে সিনহা

এবার কানাডায় আশ্রয় চেয়েছেন এসকে সিনহা

ছবি সংগৃহিত।

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবার কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে  দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। কানাডার সংবাদমাধ্যম দি স্টার জানিয়েছে, গত ৪ জুলাই ফোর্ট এরি সীমান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশ করেন সিনহা এবং সেখানেই তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেন তিনি। টরন্টো থেকে প্রকাশিত পত্রিকা কানাডিয়ান কুরিয়ার জানিয়েছে, বিচারপতি এসকে সিনহার সাথে তার স্ত্রী সুষমাও কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন বিচারপতি এসকে সিনহা। নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে কেনা একটি বাড়িতেই এত দিন থাকছিলেন তিনি।

এদিকে দ্য স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, ‘বিচারক হিসেবে আমি অ্যাকটিভিস্টের ভূমিকা নিয়েছিলাম বলেই আমাকে লক্ষ্যবস্তু (টার্গেট) বানানো হয়েছে। আমার দেয়া রায় আমলা, স্টাবলিশমেন্ট, রাজনীতিক, এমনকি সন্ত্রাসীদের ক্ষোভের কারণ হয়েছিল। আমি এখন নিজের দেশেই অবাঞ্ছিত।’

সাক্ষাৎকারে নিজেকে ‘পারসোনা নন গ্রাটা’ হিসেবে আখ্যা দিয়েছেন সিনহা। কূটনীতির ভাষায়, কোনও দেশের নাগরিককে যখন ওই দেশের সরকার দেশে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ করে তখন তাকে ‘পারসোনা নন গ্রাটা’ হিসেবে বিবেচনা করা হয়। তখন তারা বিদেশি কূটনীতিকদের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারেন।

উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবর মাসে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। প্রধান বিচারপতির পদ থেকে এসকে সিনহার পদত্যাগের পর বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।