মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ

মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মানির সাবেক কোচ গের্হাড পিটার মোহামেডানে আসছেন। আসছে হকি লিগে পিটার মোহামেডানকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গেছে। পিটারের সঙ্গে আলোচনা অনেক দূর হয়ে গেছে। তিনি মোহামেডানে আসতে রাজিও হয়েছেন। 

পিটার আসবেন সঙ্গে নিয়ে আনবেন খেলোয়াড়। ক্লাব থেকে চার জন খেলোয়াড় আনতে বলা হয়েছে। কবে আসবেন সেটি চূড়ান্ত হয়নি। তবে জার্মানির খেলোয়াড় হতে পারে। পিটারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা জার্মানি হোক কিংবা অন্য কোনো দেশ, সেটা ব্যাপার না। ভালো মানের খেলোয়াড় আনলেই চলবে। বিদেশি খেলোয়াড় আনতে অস্ট্রেলিয়াতেও কথা বলেছে মোহামেডান। 

তবে মোহামেডান এবার হকি দর্শকদের উজ্জীবিত করতে হকির তারকা শাহবাজ আহমেদকে আনাতে চায়। শাহবাজ মোহামেডানে খেলেছেন। দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। হকির দুনিয়াতে শাহবাজ হকির মারাদোনা নামে পরিচিত, বাংলাদেশে শাহবাজ আসলে খুব কম সময়ের জন্য আসবেন। মোহামেডান দলকে উজ্জীবিত করা, হকির দর্শকদের উজ্জীবিত করার জন্যই তাকে আনার উদ্যোগ মোহামেডানের।