রংপুরে মিডিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ

রংপুরে মিডিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ

সংগৃহীত

প্রেসক্লাব রংপুরের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’। আয়োজকসহ রংপুরের আটটি সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এ টুর্নামেন্ট শুরু হচ্ছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে টুর্নামেন্টে অংশ নেওয়া সাংবাদিক সংগঠনগুলোর দলীয় জার্সি ও লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কামরুল ইসলাম ভরসা।প্রেসক্লাব রংপুরের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হিরু প্রমুখ।

জার্সি লোগো উন্মোচন শেষে প্রধান অতিথি কামরুল ইসলাম ভরসা বলেন, মিডিয়া কাপ আয়োজনের মধ্যদিয়ে রংপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার ক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা সাংবাদিকরাও খেলতে নামছেন এটা দেখে খুব ভালো লাগছে। সব সংগঠনগুলোর উদ্দীপনা ভালো লাগার ব্যাপার। এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে আশা করছি।

আট দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের প্রতিটি খেলা নকআউট পদ্ধতিতে হবে। ২৩ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ২৪ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।