ছিনতাইকারীর কবলে শেবাচিম হাসপাতালের টেকনোলজিস্ট

ছিনতাইকারীর কবলে শেবাচিম হাসপাতালের টেকনোলজিস্ট

ছবিঃ সংগৃহিত।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) রেজিওলজি বিভাগের টেকনোলজিস্ট ফেরদৌসি নিলু ছিনতাইকারীর কবলে পড়েছেন। পরে তার চিৎকার শুনে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

সোমবার বিকেল ৩টার দিকে নগরীর বান্দ রোডে এ ঘটনা ঘটে। 

আটক দুই জন হলেন ঢাকার ডেমরা এলাকার কাঁলাচান (২২) ও তার সহযোগী মোহন (১৮)। 
ফেরদৌসির স্বামী মো. সুমন জানান, বিকেল ৩টার দিকে ডিউটি শেষে হাসপাতাল থেকে নেমে বাসায় ফিরছিলেন ফেরদৌসি। হাসপাতালের সামনে দুই যুবক নিজের অসহায়ত্ব প্রকাশ করে গন্তব্যে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে দিতে বলেন। তাদের কথায় সরল বিশ্বাসে ফেরদৌসি ওই যুবকদের একটি অটোরিকশা ভাড়া করে দিয়ে নিজেও ওই অটোরিকশায় উঠে পড়েন। পথিমধ্যে স্বেচ্ছায় নিজের কানের দুল এবং হাতের আংটি খুলে দেন তাদের। অটোরিকশাটি বান্দ রোডের সাউথ কিং রেস্টুরেন্ট এলাকা অতিক্রমকালে তার সন্দেহ হয় এবং ডাক চিৎকার দেন। এ সময় ওই দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার স্বর্ণালঙ্কার উদ্ধার করে তারা। 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি একেএম আরিচুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছেন। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।