আউট নাকি নট আউট, যা জানালেন সৌম্য

আউট নাকি নট আউট, যা জানালেন সৌম্য

সংগৃহীত

বল ব্যাটে লাগছে ভেবেই আউট দিয়েছিলেন আম্পায়ার গাজী সোহেল। আর সেই সিদ্ধান্তে কাল বিলম্ব না করেই রিভিউ নেন সৌম্য। এমনকি তিনি  অন্য প্রান্তের ব্যাটার লিটন দাসের সঙ্গেও আলোচনা করেননি।

সেই রিভিউ নিয়েই তৈরি হয় বিতর্ক। কারণ, বল ব্যাট ঘেঁষে যাওয়ার সময় আলট্রা-এজে কোনো স্পাইক দেখা যায়নি। তবে বল ব্যাট ছাড়িয়ে যাওয়ার পর স্পাইক আসে। আর এই ঘটনায় বেনিফিট অব ডাউট বা সন্দেহের সুবিধাটাই পান সৌম্য সরকার। তাকে নট আউট ঘোষণা করা হয়।

টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করেন, বল ব্যাটে লাগেনি। বিষয়টি মেনে নিতে পারেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শুরু হয় হট্টগোল। 

তবে ম্যাচ শেষে সৌম্য নিজেই জানিয়েছেন, বল তার ব্যাটে লাগেনি, আর এই বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাস ছিলেন।

সৌম্য টি-স্পোর্টসকে বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, বল আমার ব্যাটে লাগেনি। আম্পায়ার আউট দেওয়ার পর আমি সরাসরি রিভিউ নিয়েছি। হয়তোবা কোনো একটা শব্দ এসেছিল, আমার চেইন থেকে হতে পারে কিংবা হেলমেট থেকে হতে পারে। আত্মবিশ্বাসী থাকার কারণেই লিটনের কাছে জিজ্ঞাসা না করেই রিভিউ নেওয়া।’