রাশিয়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছে ন্যাটো

রাশিয়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছে ন্যাটো

ছবিঃ সংগৃহীত।

ন্যাটো ২০২৪ সালের মধ্যে লিথুয়ানিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট অ্যান্টি-এয়ার মিসাইল সিস্টেম মোতায়েন করবে বলে জানিয়েছেন বাল্টিক দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

রাশিয়ার কালিনিনগ্রাদ এবং রাশিয়ার মিত্র বেলারুশের সাথে সীমান্ত আছে লিথুয়ানিয়া। বৃহস্পতিবার ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী আরভিদাস আনুসকাস বলেন, এ বছর চক্রকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত আংশিকভাবে কার্যকর হবে।

লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার আকাশসীমায় ন্যাটো বিমানের নিয়মিত টহল ফ্লাইটের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আমাদের লক্ষ্য এয়ার পুলিশিং মিশনের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যায়ক্রমে করা।

গত বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপে তার মিত্ররা মস্কোর সঙ্গে সংঘর্ষের সময় কিয়েভকে সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনকে বেশ কয়েকটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করেছিল।