নেত্রকোনায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৭

নেত্রকোনায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৭

ফাইল ছবি

নেত্রকোনায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ সোমবার নেত্রকোনা জেলার ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-হিমেল মিয়া (৩০)। নিহত হিমেল মোহনগঞ্জন উপজেলার পাবাই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে একটি যাত্রীবাহী পিকআপে করে ২৫/২৮ জন যাত্রী জেলার মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিল। অপরদিকে মাছবাহী একটি পিকআপ নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এছাড়া দুই পিকআপের চালকসহ আরো ১৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।