জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকা থেকে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (১৫ মার্চ) সকালে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আক্কেলপুরের রুকিন্দিপুর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৩), জয়পুরহাট সদরের মধ্য জামালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৩৬) ও আক্কেলপুরের জগদীশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আবু তাহের (৪৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুকিন্দিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

এদের মধ্যে আসামি সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রফিক, সানোয়ার ও আবু তাহেরের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।