ট্রেনে দুই নারীর কোমরে চার কেজি গাঁজা, পাচারকালে ধরা

ট্রেনে দুই নারীর কোমরে চার কেজি গাঁজা, পাচারকালে ধরা

প্রতীকী ছবি

বুড়িমারী থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে বিশেষ কায়দায় কোমড়ে বাঁধা অবস্থায় চার কেজি গাঁজাসহ দুজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। 

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি পৌঁছার একটু আগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নাটোর লালপুরের পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট ভাদুর বটতলা এলাকার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৮) ও একই এলাকার আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৯)।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে পৌঁছার একটু আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রেনের মধ্যেই ওই দুই নারীকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কোমরে বিশেষ কায়দায় বাঁধা দুই কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।