শারীরিক অবস্থার অবনতি প্রণব মুখোপাধ্যায়ের

শারীরিক অবস্থার অবনতি প্রণব মুখোপাধ্যায়ের

প্রণব মুখোপাধ্যায়।

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হয়েছে। নতুন করে ফুসফুসের সমস্যা দেখা গিয়েছে।

বুধবার আর্মি রিসার্চ এণ্ড রেফারাল হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখনও লাইফ সাপোর্টে আছেন। বুধবার ফুসফুসে সংক্রমণ লক্ষ্য করা গেছে। ফলে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞদের একটি দল তাঁর দেখাশোনা করছেন। খবর আনন্দবাজার।

মঙ্গলবার চিকিৎসকেরা জানিয়েছিলেন, “গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল রয়েছে”। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে তিনি রয়েছেন এমন কথাও বলা হয়েছিল। অগাস্টের ১০ তারিখ তিনি হাসপাতালে গিয়ে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই সকলে জানান। ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য সোমবার হাসপাতালে আসেন। বেকায়দা পরে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়।

সাবেক রাষ্ট্রপতি হাসপাতালে চিকিৎসাধীন জেনে দেশের একাধিক গুরুত্বপূর্ণ মুখ তাঁর প্রতিমুহূর্তের খোঁজ রাখছেন। প্রণবকন্যার সঙ্গে ফোনে কথা বলে প্রণব মুখোপাধ্যায় স্বাস্থ্যের হালহকিকত জেনেছেন রাষ্ট্রপতি। এছাড়া হাসপাতালে পৌঁছে তাঁর খোঁজ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুল গান্ধী দ্রুত সুস্থতার বার্তা পাঠিয়েছেন।