সংসদ সদস্য একাব্বর হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

সংসদ সদস্য একাব্বর হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

ফাইল ছবি

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও মির্জাপুর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.একাব্বর হোসেন (৬৭) এবং তার স্ত্রী মিসেস ঝরনা হোসেন (৫৫) করোনা আক্রান্ত হয়েছেন।

 সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের ছেলে মো.তাহরীম হোসেন সিমান্ত  বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. তাহরীম হোসেন সিমান্ত জানান, গত কয়েক দিন ধরে তার বাবা সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এবং তার মা ঝরনা হোসেনের শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা ও খাবারের অরুচিসহ করোনার নানা উপসর্গ দেখা দেয়।

 মঙ্গলবার রাজধানী ঢাকার বেসরকারি একটি ক্লিনিকে দুইজনের করোনার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল (কোভিট-১৯) করোনা পজিটিভ আসে।

 বুধবার রাতেই সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এবং তার স্ত্রী মিসেস ঝরনা হোসেনকে রাজধানী ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তাদের আইসিইউতে রাখা হয়েছে বলে তাহরীম হোসেন সিমান্ত জানাস