যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন কমলা হ্যারিস

ছবি: কমলা হ্যারিস

প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়ে ডেমোক্র্যাটিক দল থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কমলা হ্যারিস। বুধবার ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে ডেমোক্র্যাটিক দলের কনভেনশনে বুধবার কমলা হ্যারিস প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেছেন। এ সময় ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান কমলা।

কমলা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার জন্যই দেশের মানুষের জীবন ও জীবিকা সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। আমরা একেবারেই ঝুঁকে পড়েছি। তাই সাদা-কালো রং বিচার না করে দেশের আপামর মানুষ এবার শামিল হোন প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে জয়ী করতে। সেখানে যেন আমরা কে কেমন দেখতে, কে কোথা থেকে আসছি, সেটা বিচার্য না হয়।