বিমানে শচীনের পাশে কেন বসতেন না ধোনি

বিমানে শচীনের পাশে কেন বসতেন না ধোনি

ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর একসঙ্গে ক্রিকেট খেলেছেন দুজন। এমএস ধোনির সম্পর্কে অজানা একটি কথা ফাঁস করলেন শচীন টেন্ডুলকার। জানালেন, বিমানে উঠলে কিছুতেই তার পাশে ধোনি বসতে চাইতেন না। কেন এই কাজ করতেন ধোনি সেটাও উল্লেখ করেছেন শচীন। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রথমে বুঝতে পারতাম না। দলের কয়েকজন ক্রিকেটার আমাকে বলেছিল, যেহেতু বেশিরভাগ সময়ে বিমানে ধোনির আসন পড়ত আমার পাশেই, ও অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সেটা বদলে নিত।’ কারণ ব্যাখ্যা করে শচীন বলেন, ‘কয়েক বছর বিমানে ও আমার পাশে বসেইনি। পরে ব্যাপারটা বদলাতে শুরু করে। আমি জানতাম না ও এতটা লাজুক। এজন্য নাকি আমার পাশের আসনে বসতে চাইত না।’

তিনি বলেন, ‘২০০৭ সালে শরদ পাওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। তিনি আমাকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছিলেন। সেসময় আমার ফিটনেসের সমস্যা ছিল। মনে হয়েছিল এমন কারও অধিনায়ক হওয়া উচিত নয়, যাকে বারবার সাজঘরে যেতে হবে কাঁধ বা গোড়ালির শুশ্রূষার জন্য। দলের জন্য এই ধরনের ঘটনা ইতিবাচক হয় না। তাই নেতৃত্ব দিতে চাইনি।’ 

কী দেখে মনে হয়েছিল ধোনি অধিনায়ক হওয়ার যোগ্য? শচীন বলেন, ‘ধোনিকে দেখে আমার উপযুক্ত মনে হয়েছিল। স্লিপে ফিল্ডিং করার সুবাদে ওকে খুব কাছ থেকে দেখার সুযোগ হতো। নানা কথা হতো দুজনের মধ্যে। ওর যে কোনো উত্তরের মধ্যে একটা ভারসাম্য থাকত। ম্যাচের পরিস্থিতি বুঝতে পারত।’