আজমানে আল হারামাইন গ্রুপের ইফতার-মাহফিল

আজমানে আল হারামাইন গ্রুপের ইফতার-মাহফিল

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আজমানে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত হলো গণইফতার ও মাহফিল।

সাত হাজার লোকের অংশগ্রহণে রোববার (২৪ মার্চ) বিশাল আয়োজনে এই ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

আয়োজক আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ ইফতার-মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক সাথে হাজার হাজার মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।

ইফতার মাহফিলে আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতা এবং বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সপরিবারে অংশগ্রহণ নেন।

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।