মার্কিন কূটনীতিককে তলব করলো ভারত

মার্কিন কূটনীতিককে তলব করলো ভারত

গ্লোরিয়া বারবেনা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করায় প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে নয়াদিল্লি। একই ইস্যুতে চার দিন আগে জার্মানির এক কূটনীতিককে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, বুধবার বিকালে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান গ্লোরিয়া বারবেনাকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয়ের দিল্লি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট বৈঠক হয়।

বৈঠকের পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনাকাঙ্ক্ষিত আপত্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে। তারা অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হবে বলে আমরা আশা করছি। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এ দায়িত্ব আরও বেশি।

এর আগে সোমবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, তারা কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছেন। কারাবন্দি আম আদমি পার্টির নেতার জন্য ‘একটি ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানাচ্ছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস