মেসিকে নিয়ে দুঃসংবাদ মায়ামি কোচের

মেসিকে নিয়ে দুঃসংবাদ মায়ামি কোচের

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জীবনে ফুটবলের পাশাপাশি ইনজুরিও এখন বড় সঙ্গী। ডান পায়ের মাংসপেশীতে চোট পেয়েছিলেন ২০১৪ সালে। এরপর থেকেই বিভিন্ন সময় একই চোটে পড়তে হয়েছিল তাকে। যদিও ইউরোপে থাকাকালে এমন চোটের তীব্রতা খুব একটা ছিল না। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে আসার পরেই চোট যেন মাত্রা ছাড়ায়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের লিগের ঠাসা সূচির প্রভাবে ঘনঘন ইনজুরিতে পড়তে হচ্ছে মেসিকে। যার কারণে মিস করেছেন আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচও। এরইমাঝে আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল মেসির চলতি সপ্তাহেও ফেরার সম্ভাবনা নেই। এমনকি পরের সপ্তাহেও তাকে পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও নেই ক্লাবের পক্ষ থেকে। 

লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস দলের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আর্জেন্টাইন তারকার সবশেষ অবস্থা নিয়ে আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন , ‘মেসি এখন আমাদের ফিজিওথেরাপিস্টের সঙ্গে কাজ করছে, আগামীকালের ম্যাচে থাকছে না সে।’ 

আগে জানা গিয়েছিল, এপ্রিলের প্রথম সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে থাকতে পারেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে, অবস্থার প্রেক্ষিতে সেই নিশ্চয়তাও দিতে পারছেন না মোরালেস, ‘সে আমাদের মেডিকেল স্টাফের অধীনেই আছে। আমরা চেষ্টা করব পরের ম্যাচে তাকে যেন পাওয়া যায়।’

মার্চের ১৩ তারিখ ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫ মিনিট খেলেই উঠে যেতে হয় তাকে। এরপর থেকেই মাঠের বাইরে মেসি। এরই মাঝে ডিসি ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জয় পেলেও, নিউইয়র্কের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে মায়ামিকে।