পাকিস্তানে সরকারি অনুষ্ঠানে লাল গালিচা নিষিদ্ধ করলেন শাহবাজ

পাকিস্তানে সরকারি অনুষ্ঠানে লাল গালিচা নিষিদ্ধ করলেন শাহবাজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সরকারি যে কোনো আয়োজনে লালগালিচার ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার  দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সরকারি অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার কেন বন্ধ করলেন শাহবাজ শরিফ, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

দেশটির মন্ত্রিসভা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি অনুষ্ঠানগুলোতে লাল গালিচা বিছানোয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে লাল গালিচা ব্যবহার করা যাবে।

গত ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটগঠনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। সম্প্রতি ৭২ বছর বয়সী এ নেতা ঘোষণা দিয়েছেন, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা কেউ বেতন নেবেন না।

দেশের অর্থনৈতিক বোঝা কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। গত মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, মিতব্যয়িতাই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার।

এর আগে, পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও তার এবারের মেয়াদে বেতন না নেয়ার ঘোষণা দিয়েছিলেন।