গুলিবিদ্ধ আফগানিস্তানের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক

গুলিবিদ্ধ আফগানিস্তানের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক

সাবা সাহার। ফাইল ছবি।

একাধারে দেশের প্রথম মহিলা সিনেমা পরিচালক, তারকা অভিনেত্রী, পুলিশকর্মী। সবমিলে বর্ণময় জীবন সাবা সাহারের। তাঁকে প্রকাশ্যে গুলি করা হলো। রক্তাক্ত সাবা চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটজনক। খবর বিবিসি।

তবে রাজধানী কাবুলে কারাই বা গুলি করল চলচ্চিত্র পরিচালক সাবা সাহার কে, সে বিষয়ে কিছু জানা যাননি। বিবিসি বলছে, মঙ্গলবার কাবুলে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জখম হন সাবা সাহার।

বছর ৪৪ এর সাবা আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। তিনি সম্প্রতি সিনেমা প্রযোজনা ও পরিচালনায় নেমেছিলেন। নারী অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখতেন। পাশাপাশি পুলিশ বিভাগে কাজ করছিলেন।

কাবুল পুলিশ জানায়, হামলাকারীদের গুলিতে সাবা সাহার, তাঁর দেহরক্ষী ও গাড়ির চালক জখম হয়েছেন। সাবা আক্রান্ত হওয়ার পরেই কাবুল পুলিশ তদন্তে নেমেছে। তবে বিশেষ কিছু জানানো হয়নি।