হাওরে অঙ্কিত হলো বিশ্বের দীর্ঘতম আলপনা

হাওরে অঙ্কিত হলো বিশ্বের দীর্ঘতম আলপনা

বিশ্বের দীর্ঘতম আলপনা। (ছবি: সংগৃহিত)

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম পর্যন্ত ১৪ কিলোমিটার ‘অলওয়েদার’ সড়কে আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে আলপনা আঁকা হয়েছে। যা বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন বলে দাবি করছে কর্তৃপক্ষ। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর প্রত্যয়ে অষ্টমবারের মতো এ আলপনার নাম দেওয়া হয় ‘আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসব’।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে এ আলপনা অঙ্কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় ৬৫০ জন শিল্পী অংশ নেয়।

গত শুক্রবার আলপনা অঙ্কনের মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ‘আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসব’ শুরু হয়। আজ রবিবার সকালে মিঠামইন জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রং তুলি দিয়ে আলপনায় শেষ আঁচড় কেটে বৈশাখ অনুষ্ঠানের সমাপ্তি করেন। 

এসময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।