‘রাজকুমার’ দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন নারীরা

‘রাজকুমার’ দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন নারীরা

ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শক সমাদর বেশি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’। এরইমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে দর্শকদের অনেকেই কাঁদছেন ছবিটি দেখে। খুলনার শঙ্খ সিনেমা হলেও একই ঘটনা ঘটছে। ‘রাজকুমার’ দেখে কাঁদতে কাদতে বের হচ্ছেন নারীরা। ঢাকা মেইলকে তথ্যটি দিয়েছেন শঙ্খ সিনেমা হলের ম্যানেজার রেজাউল করিম।

‘রাজকুমার’-এর দর্শক প্রতিক্রিয়া কী— জানতে চাইলে ঢাকা মেইলকে রেজাউল করিম বলেন, ‘‘ছবিটি এখনও দেখিনি। তবে যারা দেখেছেন তারা খুব ভালো বলছেন। নারী দর্শকরা হল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন। অনেকে বলছেন, ‘প্রিয়তমা’র চেয়ে হাজার গুণ ভালো ছবি ‘রাজকুমার’।’’

করেছেন হিমেল আশরাফ। তিনি জানিয়েছেন, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’।

ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।