মমতার বাড়ির সামনে পুলিশ গুলিবিদ্ধ

মমতার বাড়ির সামনে পুলিশ গুলিবিদ্ধ

ফাইল ছবি।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে।  গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পিতিবার সকাল ৬ টার দিকে  হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন সবাই। তারপরেই কিয়স্কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সশস্ত্র পুলিশের কনস্টেবল দিনেশ কর্মকারকে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, সারা মুখ রক্তে ভেসে যাচ্ছিল ওই পুলিশকর্মীর। তাড়াতাড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যের গালে গুলি লেগেছে। তাঁর অস্ত্রপচার করা হয়েছে।  গুলি বের করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল।

জানা গেছে, দীনেশ কর্মকার ওই কিয়স্কে কর্তব্যরত ছিলেন। বুধবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। এ দিন সকালে ডিউটি পরিবর্তনের সময়ে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে পুলিশ কর্তাদের একাংশের অনুমান, ডিউটি পরিবর্তনের সময়ে আগ্নেয়াস্ত্রর গুলির ম্যাগাজিন খুলে তবে সেই আগ্নেয়াস্ত্র পরবর্তীতে যে ডিউটিতে যোগ দেবেন তাঁকে দেওয়া নিয়ম। সেই ম্যাগাজিন খোলার সময়ে অসতর্কতাতেই গুলি চলে গেছে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। অন্য পুলিশ সদস্যরা যাঁরা মোতায়েন ছিলেন তাঁদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। তবে ‘অ্যাক্সিডেন্টাল ফায়ার’ বা অসর্কতায় ঘটনাটি ঘটেছে বলেই ধারণা পুলিশ কর্মকর্তাদের।