ফটোগ্রাফারের দেহে করোনা সনাক্ত, বন্ধ করা হলো দক্ষিণ কোরিয়ার সংসদ

ফটোগ্রাফারের দেহে করোনা সনাক্ত, বন্ধ করা হলো দক্ষিণ কোরিয়ার সংসদ

দক্ষিণ কোরিয়ার সংসদ ভবন

নতুন করে করোনা সংক্রমনরে হর দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারো সংক্রমনের হার বাড়তে থাকায় উদ্বিগ্ন সিউল। 

কোরিয়ার ক্ষমতাসীন দলের খবর কভার করেন- এমন একজন ফটোসাংবাদিকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করার পর কোরিয়ার সংসদ বন্ধ ঘোষণা করা হয়। আশঙ্কা করা হচ্ছে ক্ষমতাসীন দলের যেসব সংসদ সদস্য ওই ফটোসাংবাদিকের সংস্পর্শে এসেছেন তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি কয়েকজন সংসদ সদস্য নিজেরাই কোয়ারেন্টাইনে চলে গেছেন।

দেশটিতে একদিনে নতুন করে ৪০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কোরিয়ার জাতীয় সংসদ আজ (বৃহস্পতিবার) বন্ধ ঘোষণা করা হয়।

গত ডিসেম্বর মাসের শেষদিকে চীনের উহান শহরের করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চীনের বাইরে সর্বপ্রথম কোরিয়াতে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা হয়। কিন্তু প্রথম থেকেই সচেতনমূলক ব্যবস্থা এবং ব্যাপকভাবে সংক্রমনের পরীক্ষা করার কারণে দ্রুত গতিতে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বর্তমানে অবস্থার আবারো অবনতি হয়েছে।