হোয়াটসঅ্যাপে পাঠানো টেক্সট এডিট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে পাঠানো টেক্সট এডিট করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ভুল বার্তা পাঠানোর পর সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এডিট করার এ ফিচার আপডেট অ্যানড্রয়েড, আইফোন, উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে। 

উইন্ডোজে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

  • উইন্ডোজে হোয়াটসঅ্যাপ চালু করে চ্যাট থ্রেড খুলুন।
  • এরপর মেসেজের ওপরে রাইট ক্লিক করুন।
  • এডিট অপশনটি বাছাই করুন।
  • হোয়াটসঅ্যাপ আগের পাঠানো বার্তাটি ওপরে দেখাবে।
  • এরপর একটি নতুন মেসেজ টাইপ করে ওপরের পুরোনো বার্তাটির সঙ্গে মিলিয়ে দেখুন।
  • এবার ডান পাশের টিক চিহ্নে ক্লিক করলেই মেসেজটি এডিট হয়ে যাবে।

অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

  • প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন।
  • যে মেসেজটি এডিট করতে চান এর ওপরে প্রেস করে ধরে রাখুন।
  • ওপরে ডান কোণায় থাকা থ্রি ডট মেন্যুতে ট্যাপ করতে হবে।
  • এবার এডিট অপশন বাছাই করুন।
  • ভুল ঠিক করে বা একেবারে নতুন একটি মেসেজ লিখে টেক্সটের ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করুন।

আইফোনে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

  • আইফোন থেকে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট থ্রেড চালু করুন।
  • নির্দিষ্ট মেসেজের ওপরে ট্যাপ করে ধরে রাখুন।
  • এরপর ফ্লোটিং মেন্যু আসলে এডিট অপশনটি বেছে নিন।
  • মেসেজ এডিট করে ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করে পাঠিয়ে দিন।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ডট কম