সাভারে গ্যাস বিস্ফোরণে ৩ জন দগ্ধ

সাভারে গ্যাস বিস্ফোরণে ৩ জন দগ্ধ

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের একজনের নাম সুমন (৩০) তিনি স্থানীয় একটি গোডাউনের ম্যানেজার, বাকি দু’জনের মধ্যে একজন পঞ্চাশোর্ধ নারী ও অপর এক যুবক। তবে তাদের বিষয়ে আর তেমন বিস্তারিত জানা যায়নি।

জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে এবং আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। আগুন লাগা ঘরটি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল সেখানেই আগুনে দগ্ধ হন। গোডাউনের ম্যানেজার সুমন ও তার পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়া এক নারী এবং অপর একজন যুবক দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে  হয়তো আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।