শেরপুরে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

শেরপুরে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

সংগৃহীত

শেরপুরে বিএনপি, জাসদ, শ্রমিক নেতা ও পেশাজীব সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। 

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে শহরের নিউ মার্কেট আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা। 

এ সময় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ছানুয়ার হোসেন ছানু।

জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজীদ হাসান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসী প্রমুখ।

আওয়ামী লীগে যোগদানকারীরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।