আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২

আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২

প্রতীকী ছবি

দিনাজপুর সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির কাজে ব্যবহৃত দুই বোতল আয়োডিয়াম কিউ তরল কেমিক্যালসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩ এর আভিযানিক দল।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের বাহাদুর বাজার এলাকার হোটেল সাহারা আবাসিকের ৩য় তলার ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-১ র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের মৃত শফিউদ্দিন মণ্ডলের ছেলে সুলতান মাহমুদ ও পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মানিক মিয়া।

দিনাজপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।