যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছে ১ বছরে ৬৬ হাজার ভারতীয়

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছে ১ বছরে ৬৬ হাজার ভারতীয়

ছবিঃ সংগৃহীত।

এক বছরে মার্কিন নাগরিকত্ব পেয়েছে প্রায় ৬৬ হাজার ভারতীয়। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকো। 

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ছিল চার কোটি ৬০ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার ১৪ শতাংশ।ওই বছর মোট ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়।

দেশ হিসেবে সবচেয়ে বেশি মার্কিন নাগরিকত্ব পায় মেক্সিকো। দ্বিতীয় ভারত। এরপর রয়েছে ফিলিপাইন, কিউবা ও ডোমিনিকান রিপাবলিকান।

সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২২ সালে মেক্সিকোর ১ লাখ ২৮ হাজার ৮৭৮, ভারতের ৬৫ হাজার ৯৬০, ফিলিপাইনের ৫৩ হাজার ৪১৩, কিউবার ৪৬ হাজার ৯১৩, ডোমিনিকান রিপাবলিকের ৩৪ হাজার ৫২৫ ও ভিয়েতনামের ৩৩ হাজার ২৪৬ ও চীনের ২৭ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পায়।

সিআরএস প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সাল পর্যন্ত বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের মধ্যে ২৮ লাখ ৩১ হাজার ৩৩০ জন ছিল ভারতীয়। মেক্সিকোর ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৪২৯ জন ও চীনের ২২ লাখ ২৫ হাজার ৪৪৭ জন।