‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে নিরাপত্তার জন্য হুমকি হবে’

‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে নিরাপত্তার জন্য হুমকি হবে’

ছবি সংগৃহিত।

 প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে বাংলাদেশসহ প্রতিবেশীদের ওপর উচ্চ পর্যায়ের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ সমস্যা সমাধানে দুষ্টচক্র থেকে বেড়িয়ে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কখনোই জানবেন না, কারা এর সুযোগ নিতে যাচ্ছে।’

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরানোর ব্যাপারে আত্মবিশ্বাস যোগাতে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরও বেশি করে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা।ভবিষ্যতে আসন্ন বিপদের আশঙ্কা করে তিনি আরও বলেন, ‘আমরা এক ধরনের দুষ্ট চক্রের মধ্যে প্রবেশ করতে চলেছি… একবার এ সমস্যা বেড়ে গেলে, তা নিবারণ করা কঠিন হবে।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘সেকেন্ড মিটিং অব ট্র্যাক ১.৫ বিমসটেক সিকিউরিটি ডায়লগ ফোরাম’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর নির্যাতনের শিকার হয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। শুরুতে মানবিক কারণে আশ্রয় দিলেও বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশের পক্ষে বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীর বোঝা বহন করা কষ্টকর।