হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সেই দেলোয়ার

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সেই দেলোয়ার

দেলোয়ার হোসেন

অপহরণ ও মারধরের শিকার আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ৯ দিন পর বাড়িতে ফিরেছেন।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তার গ্রামের বাড়ি সিংড়া পার সাঐল যান। এর আগে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত দেলোয়ার হোসেনের ভাই মুজাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার কলম ইউনিয়নের পার সাঐল এলাকার শের আলীর ছেলে।

জানা গেছে, সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল। কিন্তু তিনি গত ২১ এপ্রিল রোববার দুপুরে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে একক প্রার্থী হন দেলোয়ার হোসেন। এবং বৈধ প্রার্থী হিসেবে ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেন।

এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।