সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সংগৃহীত

নওগাঁর সাপাহারে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এক দিকে দাবদাহ অন্যদিকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও আম চাষীরা।

বুধবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদরাসার মাঠে মহান সৃষ্টি কর্তার নিকট রহমতের বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। নামাজে প্রায় ৬ শতাধিক মুসল্লি অংশ নিয়ে দু’রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

বিশেষ মোনাজাত পরিচালনাকারী সাপাহার মডেল মসজিদের সাবেক ইমাম ও সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মো. ওমর ফারুক বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয় এ জন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।

এ সময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাদ্দেক হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।