সালমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় আরও দুই জন গ্রেফতার

সালমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় আরও দুই জন গ্রেফতার

প্রতীকী ছবি

গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেফতার করে গুলি ছোড়া ওই দুজনকে। এবার ধরা পড়ল এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুই জন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

পাঞ্জাব থেকে ওই হোতাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ওই শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল। মুম্বই অপরাধ দমন শাখার তরফে গ্রেফতার হওয়া ওই দুই ধৃতের নাম সোনু সুভাষ চান্দের, বয়স ৩৭। অপরজন ৩২ বছর বয়সি অনুজ থাপান। জানা গেছে, দুজনেরই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল। আর তারাই হামলাকারীদের বন্দুক দিয়েছিল।

ঘটনার দিন সকাল ৫ টায়, একটি মোটরসাইকেলে এক অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ওই ব্যক্ত্যিদ্বয়ের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।

এদিকে ঘটনার পর থেকেই ঘুরেফিরে আসছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। আশঙ্কা সত্যি করে সেদিন দুপুর না হতেই ঘটনার দায় স্বীকার করেন লরেন্স। সেইসঙ্গে ফের ভাইজানকে দেন প্রাণনাশের হুমকি।