বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা

বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা

ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে পৌর মেয়র সমর্থকদের সঙ্গে কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের মাঝে সংঘর্ষের ঘটনায় মামলা মামলা হয়েছে। বিশ্বনাথ থানায় এ মামলা দিয়েছেন মেয়রের গাড়িচালক হেলাল মিয়া (৪০)। 

বুধবার (০১ মে) থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় একাধিক কাউন্সিলর, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ৩০ জনের নাম উল্লেখসহ আরো ২০/২৫ জন অজ্ঞাতদের আসামি করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মেয়রকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা, প্রতিবাদ সভা পন্ডু, অফিস, আসবাবপত্র ও গাড়ী ভাংচুর, কাউন্সিলর ফজর আলীকে হত্যার উদেশ্যে সশস্ত্র আক্রমনের। এছাড়াও অফিসের কম্পিউটার, প্রিন্টার চুরিও অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

মামলায় অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র রফিক হাসান (৪২), উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ (৪৭), কাউন্সিলর জহুর আলী (৪৭), কাউন্সিলর শামীম নুর (৩৫), শাহজির গাঁও গ্রামের আবদুল হক (৪৫), শ্রমিক নেতা জুনাব আলী (৪৮), ছাত্রলীগ নেতা শামীম আহমদ (২৮), যুবলীগ নেতা রাজু আহমদ খান (২৯), বিশ্বনাথ পুরানবাজারের ফয়সল আহমদ (৩৫), পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল জলিল জালাল (৫২), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মখদ্দুস আলী (৪৬), জানাইয়া গ্রামের আজিজুর রহমান বাবুল (৪৭), মুফতিরগাঁও গ্রামের রাজন আহমদ অপু (৩৫), শাহজিরগাঁও গ্রামের আবদুস সালাম (৪৫), সানুর আলী (৫০), সাবেক ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম জয় (৩৯), দক্ষিণ মিরেরচর গ্রামের সফিক মিয়া (৪৩), রাসেল আহমদ (৩৮), বকুল মিয়া (৩৫), জয়নাল (৩৫), লাল মিয়া (৩২), আবদুল গফফার (৪০), ইলাইছ মিয়া (২৮), রাব্বি (৩০), অলিউর রহমান (৩২ু), জাহিদ (৩৫), শিমুলতলা গ্রামের কাদির মিয়া (৩০), মিরেরচর গ্রামের কদ্দুস আলী (৪২), বিশ্বনাথ নতুনবাজারের ব্যবসায়ী আল-হেলাল (৪৬), সরিষপুুর গ্রামের রফিক মিয়া (৩৫)।  

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা মামলা নিয়েছি। তদন্তপূর্বক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।