খাগড়াছড়িতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ

খাগড়াছড়িতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এতে অংশ নেয় বিপুল সংখ্যাক মুসল্লি। বুধবার পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা মাঠে এ নামাজ ও দোয়া প্রার্থনা করা হয়। 

পানছড়ি উপজেলার তোহিদী জনতার উদ্যেগে আয়োজিত নামাজে ইমামের দায়িত্ব পালন করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দলিলুর রহমান। নামাজের পূর্বে 'সালাতুল ইসতিসকা" নিয়ে আলোচনা করেন উল্টাছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. দানেশ আলী, সাবেক সভাপতি ও মধ্যনগর মাদ্রাসার পেশ ইমাম মুফতি মো: মহি উদ্দিন, দমদম মসজিদের ইমাম মাওলানা মো. আনোয়ার হোসেন, পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম, ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. সিরাজুল ইসলাম। নামাজ শেষে মোনাজাতে পাপমুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।