যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যা, তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যা, তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র। ফাইল ছবি।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর খুন ও ১৪ জন আহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ই-মেইলে ২৭ পৃষ্টার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহবায়ক যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ। 

তদন্তের বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে বলতে রাজি হননি তিনি।

উল্লেখ্য ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দু’গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত ও  ১৪ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ ৫ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশ।