আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

স্কুল ছাত্র আবরার-আনিসুল হক। ফাইল ছবি।

স্কুলছাত্র আবরার হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ও তাদের জামিনের মেয়াদ শেষ গ্রেফতারে আইনি বাধা নেই বলেও জানানো হয়। 

বুধবার (০২ সেপ্টেম্বর)  আবরার হত্যা মামলার ৫ আসামি কিশোর আলো সম্পাদক আনিসুল হক, কবির বকুল, শুভাশিস প্রামানিক, মহিদুল আলম পাভেল, শাহ পরান তুষারের মালামাল ক্রোকের নির্দেশ দেন মহানগর হাকিম মো. জসিম।

কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ১ নভেম্বর মারা যায় আবরার। জেনারেটরের ত্রুটিপূর্ণ তার না পাল্টেই ব্যবহার, বিদু্যৎস্পৃষ্ট আবরারকে দূরের হাসপাতালে নেয়া, সে মারা যাওয়ার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে - প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গত বছরের ৬ নভেম্বর মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। 

এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ৫ আসামি জামিনে আছেন। তবে আনিসুল হকসহ বাকি ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাদের গ্রেফতারে আইনি বাধা নেই।  এ মামলার পরবতী দিন ধার্য করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।