সবার আগে কোপার দল দিল ব্রাজিল

সবার আগে কোপার দল দিল ব্রাজিল

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার এবারের আসর শুরু হতে বাকি আর মাস দেড়েক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন। 

নিয়মিত সবাই স্কোয়াডে থাকলেও ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরো এবং টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসন। এছাড়া দরিভালের জায়গা হয়নি সৌদির আল-হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে যাচ্ছে ব্রাজিল। তবে দীর্ঘদিন পর চোট থেকে সেরে উঠা আলিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল। তরুণ সেনসেশন এন্ড্রিকও দলে জায়গা করে নিয়েছেন।

২০ জুন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার এবারের আসর। ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোপা মিশন শুরু হবে। যেখানে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলবে সেলেসাওরা। গ্রুপ ডি-তে তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। কোপার আগে ৯ ও ১৩ জুন যথাক্রমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, বেন্তো, এডারসন

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গুইলহের্মা আরানা, ওয়েন্দেল, বেরালদো, এডার মিলিতাও, গাব্রিয়েল, মার্কুইনহোস

মিডফিল্ডার: আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, দগলাস লুইস, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা

ফরোয়ার্ড: এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।