গাজায় হামলা, ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি

গাজায় হামলা, ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতির ক্ষতির পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন শেকেল (১৬ বিলিয়ন মার্কিন ডলার)। খবর মিডল ইস্ট মনিটরের।

ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত মাস ধরে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের প্রায় ৬০ বিলিয়ন শেকেল (১৬ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক ক্ষতি হয়েছে।

সংস্থাটির মতে, ইসরায়েলি ব্যয়ের এক তৃতীয়াংশ প্রতিরক্ষা খাতে হয়ে থাকে। এছাড়া দেশটিতে কর প্রদানের হার হ্রাসের কারণে রাজস্ব ২.২ শতাংশ কমেছে।

ব্লুমবার্গ উল্লেখ করেছে, ইসরায়েল এই শতাব্দীতে তার সবচেয়ে বড় বাজেট ঘাটতির দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি কেন্দ্রীয় ব্যাংক আগে ২০২৩ থেকে ২০২৫ সময়কালে যুদ্ধের মোট ব্যয় প্রায় ৬৪.৪ বিলিয়ন ডলার অনুমান করেছিল।

তবে প্রকৃত আর্থিক ঘাটতি সরকারের অনুমানের চেয়ে বেশি, যা ২০২৪ সালে ৬.৬ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি গত বছরের একই সময়ের তুলনায় বছরের প্রথম চার মাসে ব্যয় প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ মাসে চলমান আর্থিক বাজেট ঘাটতি এপ্রিল পর্যন্ত মোট দেশজ উৎপাদনের প্রায় সাত শতাংশে উন্নীত হয়েছে।

শুধু তাই নয়, যুদ্ধের কারণে ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে ইসরায়েলি অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি সঙ্কুচিত হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে ভোক্তা পর্যায়ে ব্যয়, রপ্তানি ও বিনিয়োগ প্রভাবিত হয়েছে।