ফেনীতে ১০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ১

ফেনীতে ১০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ১

সংগৃহীত

ফেনীতে ১০ লিটার চোলাইমদসহ রূপান্ত চাকমা (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১০ মে) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার রূপান্ত চাকমা রাঙ্গামাটি জেলার নানিয়ার চর উপজেলার বেতছড়ি দোসর পাড়ার সমরজিৎ চাকমার ছেলে। তিনি দীর্ঘদিন ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের আমিরুল পল্লীতে বসবাস করে আসছিলেন।   

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম কাশিমপুরে অভিযান চালানো হয়। এসময় রূপান্ত চাকমার ভাড়া ঘরের থেকে ৫টি প্লাস্টিকের বোতলে ১০ কেজি চোলাইমদ পাওয়া যায়। এ ঘটনায় চোলাইমদ জব্দ করে রূপান্ত চাকমাকে গ্রেফতার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, চোলাইমদ উদ্ধারের ঘটনায় উপ-পরিদর্শক মো. আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। পরে আসামি রূপান্ত চাকমাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।