হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ফাইল ছবি

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। দিনের বেলায় ঘরের মাঠে সচরাচর টি-টোয়েন্টি ম্যাচ খেলে না বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি দিনের বেলায় করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টানা চারটি জিতে বাংলাদেশ এগিয়ে ৪-০ ব্যবধানে। এবার আজ জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ হবে বাংলাদেশের। তবে জয়-পরাজয় ছাপিয়ে বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। যেমনটা সিরিজ শুরুর আগে থেকেই জানিয়ে আসছেন ক্রিকেটাররা।

যদিও সেই হিসেবে মাঠে প্রতিফলন হয়নি। বিশ্বকাপের আগে এখনও বাংলাদেশের মাথাব্যথার কারণ ব্যাটিং। শুরুর তিন ম্যাচে ডুবিয়েছেন টপ অর্ডাররা। আরও স্পষ্ট করলে ওপেনিং জুটি। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটি আশার আলো দেখালেও সেই ঘুরেফিরে ব্যর্থ বাকিরা।

আজ শেষ টি-টোয়েন্টি আরেকটি সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার। অন্তত ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের চাঙা করে নেওয়ার। তবেই, টলমলে আত্মবিশ্বাস নিয়ে ওঠা যাবে বিশ্বকাপের বিমানে। কারণ, জিম্বাবুয়ে সিরিজ শেষেই যে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

শেষ দুই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন, তানভীর ইসলাম।