জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে ইসমাইল হোসেন নামে তিন বছর বয়সী একজন শিশুর মৃত্যু হয়েছে। (আজ) সোমবার সকাল সাড়ে ১১ টায় কালাই পৌরসভার পাঁচশিরা মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু ইসমাইল হোসেন জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিরা মহল্লার বাসিন্দা আল আমিনের ছেলে।কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ওয়াসিম আল বারী জানান, ইসমাইল হোসেন আজ (সোমবার) সকালে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এরই মধ্যে সবার অজান্তে ওই শিশুটি তাদের বাড়ির নিকটবর্তী একটি পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। এদিকে, দীর্ঘ সময় পর্যন্ত ওই শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখবর করতে থাকে ।

এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা শিশুটিকে নিজেদের বাড়ির নিকটবর্তী একটি পুকুরের পানি থেকে উদ্ধার করেন। আর এর পরপরই শিশু ইসমাইল হোসেনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।