নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক স্কুল শিক্ষার্থীর

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক স্কুল শিক্ষার্থীর

প্রতিকী ছবি

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।কানে মোবাইল হেড ফোন লাগিয়ে রেললাইনে বসে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।সোমবার উপজেলার মাধনগর রেলষ্টেশনের উত্তরে শিমুলতলা নামকস্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এ´প্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (১৪) উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর গ্রামের বাবু উদ্দিনের ছেলে ও মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মাধনগর ষ্টেশন মাষ্টার ও স্থানীয়রা জানান,সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুরের স্কুল ছাত্র খোরশেদ আলম মাধনগর রেলষ্টেশনের অদুরে শিমুলতলা নামক স্থানে কানে মোবাইলের হেড ফোন লাগিয়ে রেললাইনে বসে ছিল।এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এ´প্রেস ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্র খোরশেদ আলম নিহত হয়।পড়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়।