নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালীর সেনবাগে পুকুর ডুবে আনিশবা নামে দুই বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনিশবা ওই গ্রামের আমিরুল ইসলাম লিটনের মেয়ে।

বাড়ির লোকজন জানায়, ঘরের কাজে ব্যস্ত ছিলেন মা। এ ফাঁকে শিশু আনিশবা খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী পল্লী চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।