হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরি হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় সিএনজিতে থাকা দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো: আবছার (৫৫)।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: আনিসুল ইসলাম বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।