সহ-অধিনায়ক বিষয়ে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত

সহ-অধিনায়ক বিষয়ে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত

ছবি:সংগৃহীত

পাকিস্তান টি-২০ দলের সহ-অধিনায়ক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।রোববার ডেইলি জংগ জানিয়েছে, পিসিবি আপাতত এ পদে কাউকে দায়িত্ব দিচ্ছে না।

গত শুক্রবার পিসিবি কর্মকর্তাদের মধ্যে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেখানেই কাউকে সহ-অধিনায়ক না করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বোর্ড।

পিসিবি জানায়, অনেক চিন্তাভাবনা করে কাউকে সহ-অধিনায়ক না করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কাউকে এ পদের জন্য প্রস্তাবও দেয়া হয়নি।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিলে যে- দলটির অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল এবং তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

 

সূত্র : ডেইলি জংগ