শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৪৮ ঘণ্টা পরে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ

এর আগে (২৭ মে) বিকেল সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে দুপুর ১২টা ২৫ মিনিট থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে সাতটি ফেরি চলাচল করছে।