ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায়

ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায়

ছবি: সংগৃহীত

সার্চ জায়ান্ট গুগলের ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ নেই বললেই চলে। আর তার সঙ্গে জড়িয়ে থাকে সার্চ হিস্ট্রি। আপনিও যদি চান আপনার ইউটিউব সার্চ হিস্ট্রি কেউ যাতে না জানুক, তার জন্য এই টিপসগুলো মেনে চলুন।

ইউটিউব সার্চ হিস্ট্রি সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু, তা যদি ফাঁস হয়ে যায় তাহলেই মুশকিল। আপনি যদি চান আপনার ইউটিউব সার্চ হিস্ট্রি ফাঁস না হয়, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখুন।

ইউটিউবে নানা বিষয়ে নানা ভিডিও সার্চ করে থাকেন ইউজাররা। আর সেই হিস্ট্রি থেকে যায় ইউটিউবের সার্চ বক্সে। আর তা যে কেউ জেনে ফেলতে পারে। তাই ইউটিউবের তরফ থেকে সার্চ হিস্ট্রি পজ ও মুছে ফেলার অপশন দেওয়া হয়। তা কীভাবে করবেন, আসুন সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

ডেস্কটপ থেকে ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

আপনি যদি ডেস্কটপে সার্চ হিস্ট্রি মুছতে চান তাহলে এই পদ্ধতি মেনে চলুন।

প্রথমে ডেস্কটপে ইউটিউব ওপেন করে History অপশনে ক্লিক করুন।

এবার এখানে আপনি কী কী সার্চ করেছেন, কী কী ভিডিও দেখেছেন তা দেখা যাবে।

ইউটিউব সার্চ হিস্ট্রি বন্ধ করার জন্য এখানে Turn Off অপশন থাকে তাতে ক্লিক করুন।

তাহলেই ইউটিউব আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা পজ করে দেবে।

এবার যারা মোবাইলে সার্চ হিস্ট্রি বন্ধ করতে চান তাদের প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করতে হবে।

এবার সেটিংসে যেতে হবে।

সেখানে Manage All History অপশনে ট্যাপ করতে হবে।

পরবর্তী পেজে Saving Your YouTube History অপশনে ট্যাপ করতে হবে।

তারপর আনচেক করলেই আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা বন্ধ করে দেবে ইউটিউব।

ফোনে ইউটিউব সার্চ হিস্ট্রি যেভাবে ডিলিট করবেন-

এর জন্য ফোনের ইউটিউবের হিস্ট্রি অপশনে আসতে হবে।

সেখানে উপরে থ্রি ডটে ক্লিক করলে Clear Search History আসবে।

এই অপশন ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে সমস্ত সার্চ।

পাশাপাশি Manage History-তে ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে।

তাতে ক্লিক করে কবে থেকে কবের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান সেই অপশন পেয়ে যাবেন।